ছেলেটি বেশী কথা বলে,
বাচাঁল নাকি?
ছেলেটি কোনো কথাই বলেনা,
বোবা নাকি।
ছেলেটি জোরে কথা বলে,
শুনতে অসহ্য লাগে।
ছেলেটি মিন মিন করে কথা বলে
শুনাই যায়না।
ছেলেটি বেশী লম্বা,
লম্বা মানুষ বোকা হয়।
ছেলেটি বেশী খাটো,
বদের হাড্ডি হয় এরা।
ছেলেটি বেশী সাহসী,
বেশী সাহসীরা বিপদে পড়ে।
ছেলেটির সাহস নাই
ভীতুর ডিম একটা।
ছেলেটি সারাদিন বিছানায় থাকে
অলস কোথাকার।
ছেলেটি সারাদিন বাহিরে থাকে,
ভবঘুরে।
ছেলেটি বড্ড কাজপাগল,
জীবন মানেই কি শুধু কাজ।
ছেলেটি কোনো কাজই করেনা,
চলবে কেমনে, খাবে কি?
ছেলেটি বেশী পড়ে,
নিশ্চিত পাগল হবে।
ছেলেটি পড়েইনা,
গন্ড মূর্খ ।
ছেলেটি সারা জীবনে একটাও প্রেম করতে পারেনি,
সেকেলেতো তাই।
ছেলেটি খালি প্রেম করে
লুচ্চা একটা।
ছেলেটি বেশী ধার্মিক
বক ধার্মিক।
ছেলেটি ধর্মের চর্চা করেনা
নাস্তিক।
আহা! ছেলেটি
১৯/০৬/২০১৮