সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে দিরাই রিপোর্টার্স ইউনিটির প্রতিবাদ সভা

সুনামগঞ্জ

দিরাই(সুনামগঞ্জ)প্রতিনিধিঃ

সুনামগঞ্জের দিরাইয়ে সাংবাদিক জাকারিয়া হোসেন জোসেফের ওপর ন্যক্কারজনক সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবীতে প্রতিবাদ সভা করেছে দিরাই রিপোর্টার্স ইউনিটি।
গতকাল (শনিবার-০৯-০৯-২০২৩) বেলা ২টায় দিরাই জালাল সিটি সেন্টারের কনফারেন্স হলে রিপোর্টার্স ইউনিটির সভাপতি, মোশাহিদ আহমদ সরদারের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক আকতার সাদিকের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক হিল্লোল পূরকায়স্থ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সহসভাপতি রুকনুজ্জামান জহুরী, জীবন সূত্রধর, নিবার্হী সদস্য শিশির অধিকারী, সরমঙ্গল ইউনিয়নের সাবেক ইউপি সদস্য নিশি কান্ত দাস, যুগ্ম সম্পাদক মুহিবুর রহমান, কোষাধ্যক্ষ রবিনূর চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক দিপংকর বনিক দিপু, লেখক সুব্রত দাস, জন সরকার, শাহাবুদ্দিন প্রমুখ। বক্তারা গত ৪ সেপ্টেম্বর ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন জুয়েলের নেতৃত্বে সাংবাদিক জোসেফের বাসভবনে ঢুকে সন্ত্রাসী হামলার ঘটনায় নিন্দা এবং অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবী জানান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *