সিলেট নগরের নয়াসড়ক এলাকায় হযরত মানিকপীর (রহ.) কবরস্থান এলাকায় ছুরিকাঘাতে আবুল হাসান সাবিল নামে এক তরুণ খুন হয়েছেন।
আজ বৃহস্পতিবার (৬ জুন) দুপুর দেড়টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।
নিহত সাবিল সিলেটের জকিগঞ্জ উপজেলার আব্দুল হান্নান শিমুলের ছেলে। তিনি নগরের ইলেকট্রিক সাপ্লাই এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করতেন।
পুলিশ সূত্রে জানা যায়, হযরত মানিকপীর (রহ.) কবরস্থানের দুর্বৃত্তরা এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করে ফেলে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। নিহত যুবকের মরদেহের পাশে পাঠাও কুরিয়ারের কিছু সামগ্রী পাওয়া গেছে। ধারনা করা হচ্ছে সে ওই প্রতিষ্ঠানে কাজ করতো। ঘটনাস্থল থেকে পাঠাও কুরিয়ার কাজে ব্যবহার করা সাইকেল ও তার মোবাইল ফোন উদ্ধার করা হয়। এছাড়া হত্যাকাণ্ডে ব্যবহার করা ছুরা উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার আজবাহার আলী শেখ, পিপিএম বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। সুরতহার প্রতিবেদন তৈরি করে মরদেহ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। ধারণা করা হচ্ছে নিহত যুবক পাঠাও কুরিয়ারের কাজ করে। ঘটনাটি তদন্ত করছি। হত্যাকাণ্ডের সাথে জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে। ’
শেয়ার করুন