সিলেটের ১০ উপজেলায় ব্যালট যাবে হেলিকপ্টারে

সিলেট

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট বিভাগের ১০টি উপজেলায় ভোটের ব্যালটসহ অন্যান্য উপকরণ হেলিকপ্টারে পাঠানো হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এসব উপজেলাকে দুর্গম এলাকা ঘোষণা করে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. মোস্তাফিজুর রহমানের জারি করা পরিপত্র থেকে এই তথ্য জানা গেছে।

উপজেলাগুলোর মধ্যে সুনামগঞ্জের ৭টি ও হবিগঞ্জের ৩টি উপজেলা রয়েছে। এসব দুর্গম এলাকায় হেলিকপ্টারে করে ভোটের ব্যালটসহ অন্যান্য উপকরণ পাঠানো হবে।

সিলেটের দুইটি জেলার মধ্যে রয়েছে- সুনামগঞ্জের দোয়ারা বাজার, ধর্মপাশা, শাল্লা, জামালগঞ্জ, দিরাই, বিশ্বম্ভরপুর ও তাহিরপুর; হবিগঞ্জের বানিয়াচং, আজমেরীগঞ্জ ও লাখাই (হাওড় বেষ্টিত)।

সিলেট বিভাগের দুই জেলা ছাড়া দেশের আরও ২৩টি জেলার ৬২টি উপজেলাকে দুর্গম এলাকা ঘোষণা করেছে মন্ত্রণালয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *