সিলেটের দক্ষিণ সুরমা থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ (৬৫) উদ্ধারের পর মানিকপিরের গোরস্থানে দাফন করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সকাল ৭টার দিকে কাজির বাজার ব্রিজ সংলগ্ন লাউয়াই পুলিশ বক্সের পাশে খোজারখলা মসজিদের পাশ থেকে লাশটি উদ্ধার করে দক্ষিণ সুরমা থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। তবে তার পরিচয় শনাক্ত করা যায়নি।
বিষয়টি নিশ্চিত করে দক্ষিণ সুরমার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামসুদ্দোহা পিপিএম সিলেট প্রতিদিনকে বলেন, মারা যাওয়া ব্যক্তি একজন ভবঘুরে ভিক্ষুক ছিলেন। ঘুমন্ত অবস্থায় মারা গেছেন।
তিনি আরও বলেন, পরিচয় শনাক্তের জন্য পিবিআই’র এক্সপার্টদের নিয়ে এসে আঙ্গুলের ছাঁপ পরিক্ষা করেও শনাক্ত করা যায়নি। পরে লাশটি অজ্ঞাত হিসেবে মানিকপিরের গোরস্থানে দাফন করা হয়েছে।
শেয়ার করুন