ইয়ামাহা মোটরসাইকেল বাংলাদেশ এসি আই মটরস এর উদ্যোগে বাংলাদেশের সকল ধরনের মোটর বাইকারদের জন্য পর্যটন নগরী সিলেটের ভোলাগঞ্জের কোম্পানীগঞ্জ এবং জাফলংয়ে মঙ্গলবার (১১ অক্টোবর) সকালে উদ্বোধন করা হয়েছে ইয়ামাহা সার্ভিস পয়েন্ট।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইয়ামাহা টেরিটরি ম্যানেজার ইব্রাহিম আহাদ, জোনাল ম্যানেজার নাজিম উদ্দিন, ইয়ামাহা সিলেটের ডিলার মোহাম্মদ হোসাইন তানভীর, সিনিয়র সার্ভিস ইঞ্জিনিয়ার আবুল কালাম সোহাগ প্রমুখ। এক্সপ্রেস পয়েন্ট ২টি হল আজাদ ট্রেডার্স ভোলাগঞ্জ মেইনরোড ও জিহাদ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপ জাফলং মামা বাজার।
ইয়ামাহা সিলেটের সিনিয়র সার্ভিস ইঞ্জিনিয়ার আবুল কালাম সোহাগ জানান, পর্যটন নগরী সিলেটে সিলেট সহ সারা দেশ থেকে পর্যটকরা বাইক নিয়ে ঘুরতে আসেন। এসময় ইয়ামাহাসহ অনান্য মোটর বাইকাররা যাতে ওই পর্যটন কেন্দ্রে গিয়ে সহজেই মোটরবাইক সার্ভিসিং করতে পারেন এজন্য এসিআই মোটরস এই উদ্যোগ গ্রহণ করেছে। এই উদ্যোগটি বাইকারদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
শেয়ার করুন