সিলেটে কারাগারেই বিয়ে করলেন তরুণ-তরুণীর

সিলেট

উচ্চ আদালতের নির্দেশে সিলেটে মেট্রোপলিটন কারাগারে বিয়ের পিড়িতে বসেছে এক তরুণ-তরুণী। গত বুধবার দুপুরে উভয়পক্ষের সম্মতি ও তাদের অভিভাকগণের উপস্থিতিতে ৫ লক্ষ টাকা মোহরানা নির্ধারণে এই বিয়ে সম্পন্ন হয়। তাদের বিয়ের পড়ান কাজী সজিব আহমেদ তালুকদার।

এর সত্যতা নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন কারাগারের জেলার আরিফুর রহমান। তিনি বলেন, উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী তাদের বিয়ে হয়েছে। এসময় কারাগারের উর্ধ্বতন কর্মকর্তা এবং বর-কনের আত্মীয়-স্বজনরা উপস্থিত ছিলেন।

কারা সূত্রে জানা গেছে, প্রেম ও ঘনিষ্টতার একপর্যায়ে প্রেমিকা সুনামগঞ্জের দিরাই থানার জাহের উদ্দিনের কণ্যা হিজবুন্নাহার আক্তার মিতা (২২) অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। তখন বিয়ের জন্য চাপ দিলে প্রেমিক সিলেটের গোলাপগঞ্জ উপজেলার কালাশহর গ্রামের আব্দুল করিমের পুত্র শিমুল আহমেদ (২৭) রাজী না হয়ে পালিয়ে যান। এ ঘটনায় প্রেমিকা মিতা বাদী হয়ে শাহপরান থানায় মামলা দায়ের করলে সেই মামলায় গ্রেফতার হয়ে শিমুল বর্তমানে কারাগারে রয়েছেন। সম্প্রতি শিমুল জামিনের জন্য আবেদন করলে উচ্চ আদালত তাদের দুই জনের বিয়ের নির্দেশ দেন। পরবতীতে উচ্চ আদালতের নির্দেশ মোতাবেক উভয়পক্ষের সম্মতিতে ও অভিভাবকদের উপস্থিতিতে কারাগারে এই বিয়ে সম্পন্ন হয়।

এ ব্যাপারে সিলেট সিটি কর্পোরেশনের ২০নং ওয়ার্ডের নির্ধারিত কাজী সজীব আহমেদ তালুকদার দৈনিক জালালাবাদকে জানান, উচ্চ আদালতের নির্দেশে ও কারা কর্তৃপক্ষের অনুরোধে কারাগারের অভ্যন্তরে এই বিয়ে অনুষ্ঠিত হয়েছে। এসময় উভয়ের সম্মতির পাশাপাশি তাদের অভিভাবকগণও উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *