সিলেটে কোরআন পুড়ানো মামলার আসামিদের রিমাণ্ড শুনানী আগামী সপ্তাহে

সিলেট

সিলেট মহানগরীর আখালিয়ায় কোরআন পুড়ানোর ঘটনায় দায়েরকৃত মামলার তিন আসামিকে ৭ দিনের

রিমাণ্ডে নেয়ার আবেদ করেছে পুলিশ। আগামী সপ্তাহে এই আবেদনের শুনানী হবে।

আজ বৃহস্পতিবার এতথ্য জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের কোতোয়ালী থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) মোহাম্মদ আলী মাহমুদ।

একই ঘটনায় দায়েরকৃত পুলিশ অ্যাসল্ট মামলায় এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি।

গত ৬ আগস্ট রাত সাড়ে ১০টার দিকে আখালিয়ার ধানুহাটারপাড়স্থ সিলেট আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে এর চেয়ারম্যান নুরুর রহমানের (৫০) বিরুদ্ধে পবিত্র কুরআন শরিফের কিছু কপি পুড়ানোর অভিযোগ উঠে।

বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভের সুবাদে ছড়িয়ে পড়লে গোটা নগরীতে উত্তেজনা ছড়ায়। এক পর্যায়ে পুলিশ এসে নুরুর রহমান ও তার এক সহকর্মী মাহবুব আলমকে আটক করে।

এদিকে উত্তেজিত জনতা সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ফাঁকা গুলি, সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করতে শুরু করে। আর জনতাও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুঁড়তে থাকলে পুলিশের অন্তত ২০ সদস্য আহত হন।

পরদিন টুকেরবাজার থেকে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের খন্ডকালীন শিক্ষক ইসহাক আহমদকে আটক করে র‍্যাব-৯।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *