সিলেটে ছাত্রদলের সড়ক অবরোধের চেষ্টা : দুই কর্মী আটক

সিলেট

সিলেট মহানগরীতে জেলা ও মহানগর ছাত্রদলের নেতাকর্মীরা অবরোধের সমর্থনে মিছিল ও সড়ক অবরোধের চেষ্টা করলে এতে বাঁধা দিয়েছে পুলিশ। এসময় পুলিশ ধাওয়া দিয়ে ছাত্রদলের দুই কর্মীকে আটক করেছে। তাৎক্ষণিক তাদের নাম জানা যায়নি।

বুধবার (৬ ডিসেম্বর) বেলা ২টার দিকে মহানগরীর সোবহানীঘাটে এই ঘটনা ঘটে।

জানা যায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশিল বাতিল ও খালেদা জিয়াসহ গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তি দাবিতে দশম ধাপে ৪৮ ঘণ্টার অবরোধের সমর্থনে সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের নেতাকর্মীরা নগরীর সোবহানীঘাট হাজী নওয়াব আলী জামে মসজিদের সামনে থেকে একটি মিছিল বের করে। মিছিলটি উপশহরের ফিজা মিষ্টি ঘরের সামনে যাওয়া মাত্র ছাত্রদলের নেতাকর্মীরা সড়কে বসে অবরোধের চেষ্টা করেন।

সাথে সাথে এসএমপির কোতোয়ালী থানা পুলিশ এসে তাদের বাঁধা দিয়ে বেঁকে বসেন নেতাকর্মীরা। পরে নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে পুলিশ ধাওয়া দিলে নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে পড়েন। এসময় পুলিশ ছাত্রদলের দুই কর্মীকে আটক করে থানায় নিয়ে যায়।

এবিষয়ে এসএমপির কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ সিলেট প্রতিদিনকে বলেন, ঘটনাস্থল থেকে ছাত্রদলের দুই কর্মীকে আটক করে থানায় পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *