সিলেট নগরীতে ছিনতাইয়ের শিকার হয়েছেন এক নারী। মঙ্গলবার (২৩ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে নগরীর নয়াসড়ক এলাকায় এ ঘটনা ঘটে।
এসময় স্থানীয় জনতা ছিনতাইকারীকে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে। তবে তাৎক্ষনিক-ভাবে ছিনতাইকারীর নাম পরিচয় পাওয়া যায়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট কোতোয়ালি মডেল থানার এসআই জুনেদ আহমদ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নগরীর নয়াসড়ক এলাকায় এক নারী হঠাৎ ছিনতাইয়ের কবলে পড়েন। এসময় তিনি চিৎকার শুরু করলে স্থানীয়রা মোটরসাইকেল দিয়ে ছিনতাইকারীকে ধাওয়া দিয়ে ধরে গণধোলাই দেয়। পরে তাকে আহত অবস্থায় পুলিশের কাছে সোপর্দ করা হয়।
এ বিষয়ে সিলেট কোতোয়ালি মডেল থানার এসআই জুনেদ আহমদ বলেন, গণধোলাইয়ের শিকার আহত অবস্থায় ছিনতাইকারীকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে।
শেয়ার করুন