তানজিল হোসেন, সিলেট : সিলেটে সৈয়দ ফাউন্ডেশন ইউকে (Soyod Foundation uk) এর উদ্যোগে দেড় শতাধিক সুবিধা বঞ্চিত পথশিশুদের মাঝে পোশাক, জুতা, গিফটবক্স এবং খাবার বিতরণ করা হয়েছে।
গত ২৩ ফেব্রুয়ারি, সিলেট শহীদ সোলেমান হলে হিউম্যানিটি মুভমেন্ট অব বাংলাদেশ -এর পরিচালনায় সৈয়দ ফাউন্ডেশন-ইউকের সিইও শাহ আজম কোরেইশীর সভাপতিত্ত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান এড. নাসির উদ্দীন খাঁন। স্বাগত বক্তব্য দেন হিউম্যানিটি মুভমেন্ট অব বাংলাদেশের চেয়ারম্যান মাওলানা মুসাদ্দিক আহমদ।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. শাহাদাত চৌধুরী, জগন্নাথপুর সমিতির সভাপতি আবুল বশর, সিলেট রেড ক্রিসেন্টের সেক্রেটারী আব্দুর রহমান জামিল, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ডেপুটি রেজিস্ট্রার সন্তোষ রন্ধন পাল, কাউন্সিলর রাশেদ আহমদ, ফজলে রাব্বি মাসুম, বিক্রমকর সম্রাট, সৈয়দপুর আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল ড সৈয়দ রেজুয়ান আহমদ, মুসলিম সাহিত্য সংসদের সেক্রেটারি সৈয়দ মবনু আহমদ, স্বপ্নঘুড়ি ফাউন্ডেশনের চেয়ারম্যান কে এম আব্দুল্লাহ আল মামুন, জনাব সায়েস্তা কোরেশী, সৈয়দ আলী আহমদ, সাজ্জাদুর রহমান, হাফিজ আলমগীর গাজী।
এছাড়াও উপস্থিত ছিলেন মির্জা আবুল বরাত, সৈয়দ মুহাদ্দিস, মুহাফিজুল ইসলাম সাকিব, সাজ্জাদুর রহমান রুমন, সৈয়দ আমিরুল, তাজুল ইসলাম, ফরহান আহমদ, তানজিমুল ইসলাম তামিম, ফরহাদ কুরাইশি, সালমান আহমদ, আব্দুল আলীম উজ্জ্বল, মারুফ আহমদ, ইউসুফ আল আযাদ, তাহমিদ আহমদ সহ প্রমুখ।
শেয়ার করুন