সিলেটে পাসের হার কমেছে ১৭.৯৬ শতাংশ

শিক্ষা সিলেট

এবার এসএসসিতে সিলেট শিক্ষা বোর্ডে পাসের হার ৭৮ দশমিক ৮২ শতাংশ। গত বছর পাসের হার ছিলো ৯৬ দশমিক ৭৮ শতাংশ। পাসের হার কমেছে ১৭.৯৬ শতাংশ।

সোমবার (২৮ নভেম্বর) দুপুর ১টা ৩০ মিনিটে ফল ঘোষণা করেন সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক অরুণ চন্দ্র পাল।

তিনি বলেন, বোর্ডের অধীনে এক লাখ ১৬ হাজার ৪৯০ জন রেজিস্ট্রেশন করলেও পরীক্ষায় অংশ নেয় এক লাখ ১৫ হাজার ৩৯১ জন। পাস করেছে ৯০ হাজার ৯৪৮ জন।

এ বছর জিপিএ-৫ পেয়েছে ৭ হাজার ৫৬৫ জন পরীক্ষার্থী। গত বছর জিপিএ-৫ পেয়েছেন ৪ হাজার ৮৩৪ জন। জিপিএ-৫ কমেছে ২ হাজার ৭৩১।

এসএসসি পরীক্ষায় সিলেট বোর্ডে গত বছর এক লাখ ১৯ হাজার ৫৫৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। তাদের মধ্যে পাস করেছে এক লাখ ১৫ হাজার ৭০০ জন।

এ বছর অংশ নেয় এক লাখ ১৫ হাজার ৩৯১ জন। পাস করেছে ৯০ হাজার ৯৪৮ জন। অকৃতকার্য হয়েছেন ২৪ হাজার ৪৪৩জন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *