সিলেটে প্যারোলে মুক্তি পেয়ে ভাইয়ের জানাযায় যুবলীগ নেতা দিনার

সিলেট

প্যারোলে মুক্তি পেয়ে বড় ভাই ইলিয়াস চৌধুরী মিনারের জানাযায় অংশ নিয়েছেন সিলেট মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক এমএইচ ইলিয়াস দিনার।আজ বুধবার বাদ আসর দরগাহে হযরত শাহজালাল (র:) মাজার মসজিদে এই জানাযা অনুষ্ঠিত হয়।

এর আগে গত বছরের ২৭ সেপ্টেম্বর বড়লেখা উপজেলার দক্ষিণভাগ ইউনিয়নের কাশেমনগর এলাকার শ্বশুরবাড়িতে থেকে দিনারকে আটক করা হয়। তিনি সিলেটের মোগলবাজার এলাকার মৃত নাসিরুল হক চৌধুরীর ছেলে।

সূত্র জানায়, সিলেট মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক এমএইচ ইলিয়াস দিনার বড়লেখা উপজেলার দক্ষিণভাগ ইউনিয়নের কাশেমনগর এলাকায় শ্বশুরবাড়িতে ছিলেন। ২৭ সেপ্টেম্বর দিবাগত রাত দুইটার দিকে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে। তার বিরুদ্ধে সিলেটে বিভিন্ন থানায় মামলা রয়েছে বলে জানা গেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *