সিলেটে প্রকাশ্যে অস্ত্রের মহড়া : ছাত্রলীগের সন্ত্রাসী কুকু ধরাছোঁয়ার বাইরে

সিলেট

বিশেষ প্রতিবেদক
নুরুল আমীন কুকু। জালালাবাদ থানার নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। তিনি এয়ারপোর্ট থানার চাতলিবন্দ এলাকার মৃত আবুল কালামের ছেলে। ছাত্রজনতার বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে নগরীর বিভিন্ন এলাকায় সে আওয়ামী লীগের পক্ষে তীব্র প্রতিরোধ গড়ে তুলেছিলো। সেই সময়ে নির্বিচারে হামলা চালিয়ে ছিলো নিরিহ ছাত্রজনতার উপর। সে সর্বশেষ গত বছরের ১৮ জুলাই শাবিপ্রবি এলাকায় প্রকাশ্যে অস্ত্র নিয়ে মহড়া দিয়েছিলো। বৈষম্যবিরোধী আন্দোলনের উপর হামলার ঘটনায় তার বিরুদ্ধে একাধিক মামলা হলেও এখনো সে রয়েছে ধরাছোঁয়ার বাইরে।

জানা যায়, গত বছরের ১৮ জুলাই শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে ছাত্রলীগের ক্যাডারদের একত্রিত হয়ে নিরিহ ছাত্রজনতার উপর নির্বিচারে হামলা চালায়। তার অস্ত্রের মহড়ায় তখন আতঙ্কিত ছিলেন ওই এলাকার স্থানীয়রা।

সূত্র জানায়, ছাত্রলীগ ক্যাডার কুকুর বিরুদ্ধে এসএমপির কোতোয়ালী থানায় মামলা নং ১২, তারিখ ১২/০৯/২০২৪, জালালাবাদ থানয় মামলা নং ৬, তারিখ ২৪/০৮/২০২৪ সহ এসএমপির বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত বছরের ৫ আগস্ট ছাত্রজনতার গণঅভ্যূত্থানে রাজনৈতিক পটপরিবর্তনের পর আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের অনেক সন্ত্রাসীরা দেশ ছেড়ে পালিয়ে গেলেও কুকু এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। তবে পুলিশের তালিকায় সে পলাতক রয়েছে।

নিষিদ্ধ ছাত্রলীগের সকল অস্ত্রধারী ক্যাডারদের গ্রেফতারের বিষয়ে জানতে চাইলে এসএমপির মূখপাত্র ও এডিসি (সিটিএসবি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ডেভিল হান্ট চলমান রয়েছে, আমাদের অভিযান অব্যাহত রয়েছে। এই দেশে আমরা ডেভিল রাখবো না।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *