সিলেটে বন্যার্তদের মাঝে বিনামূল্যে চিকিৎসা ও ঔষুধ বিতরণ করছে আশরাফুল ল্যাবরেটরীজ

সিলেট

সিলেট জালালাবাদ থানার হাটখোলা ইউনিয়নে বন্যা দুর্গতদের মধ্যে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষুধ বিতরণ করেছে আশরাফুল ল্যাবরেটরীজ।
সোমবার (৪ জুলাই) দিনব্যাপী হাটখোলা ইউনিয়নের বড়কাপন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বন্যার্ত রোগীদের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করা হয়। সিলেট শহরতলীর সোনাতলাস্থ সিলভিয়া ইউনানী মেডিসিন সেন্টারের পরিচালনায় স্থানীয়ভাবে আয়োজন করেছে বড়কাপন ছাত্র কল্যাণ পরিষদ।
আশরাফুল ল্যাবরেটরীজের ব্যবস্থাপনা পরিচালক, প্রখ্যাত ইউনানী বিশেষজ্ঞ  হাকীম আশরাফুল ইসলামের নির্দেশনায় সিলেটে দিনব্যাপী এ কার্যক্রম পরিচালনা করেছেন সিলভিয়া ইউনানী মেডিসিন সেন্টারের মেডিকেল টিমের সদস্যরা। সিলেট বিভাগীয় কো-অর্ডিনেটর ও আয়ুর্বেদিক চিকিৎসক ডা: ফয়সল আহমদ বাবুলের তত্ত্বাবধানে অন্যান্য সদস্যরা হলেন সিলভিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান কৃষিবিদ মো. আব্দুস সালাম, দন্ত চিকিৎসক ডেন্টিস্ট মো. জালাল উদ্দিন, সহকারী ডিএসএম রসায়নবিদ মো. আব্দুর রউফ, সহকারী মেডিকেল অফিসার ডা. রাবিয়া বেগম, সিলেট জেলা কো-অর্ডিনেটর ডা. হাজেরা কুদ্দুছ, মৌলভীবাজার জেলা কো-অর্ডিনেটর, চিকিৎসক নন্দিতা রাণী দেবনাথ, সিলেট বিভাগীয় শাখা ম্যানেজার ফাহমিনা ইয়াসমিন মিতা ও চিকিৎসক সহকারী সাদিয়া পারভীন প্রমুখ।
বিকালে বন্যা কবলিত এলাকাবাসীকে নিয়ে এ বিদ্যালয়ে বন্যা পরবর্তী স্বাস্থ্য সুরক্ষা ও  সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বড়কাপন গ্রামের বিশিষ্ট মুরব্বী ফজলুল হক বাবুলের  সভাপতিত্বে ও বড়কাপন ছাত্র কল্যাণ পরিষদের অর্থ সম্পাদক সাদিক আহমদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট সদর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মিলাদ আহমদ চৌধুরী। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন আশরাফুল ল্যাবরেটরীজের বিভাগীয় কো-অর্ডিনেটর,  বিশিষ্ট আয়ুর্বেদিক চিকিৎসক ডা: ফয়সল আহমদ বাবুল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বড়কাপন ছাত্র কল্যাণ পরিষদের উপদেষ্টা এটিএম সেলিম, আকরাম আলী, রুস্তম আলী, বড়কাপন প্রবাসী ফোরামের অর্থ সম্পাদক সিরাজুল ইসলাম, আল আমিন, আব্দুর রহমান, এলমান আহমদ, হুসাম মিয়া, কোম্পানির  সহকারী ডিএসএম রসায়নবিদ মো: আব্দুর রউফ প্রমুখ। এসময় অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন তজুর আলী, ফারুক আহমদ, আলাউদ্দিন, তোতা মিয়া, নুরুল হক, ফজলু মিয়া, আজিজুর রহমান। এ সভায় স্বাগত বক্তব্য রাখেন ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি ,  ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়ার মেধাবী ছাত্র মাহবুব আহমদ। উপস্থিত থেকে বিন্যমূল্যে চিকিৎসা সেবা, ঔষধ বিতরণ এবং বন্যা পরবর্তী স্বাস্থ্য সুরক্ষা ও সচেতনমুলক আলোচনা সভা সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সহযোগিতা করেন বড়কাপন ছাত্র কল্যাণ পরিষদের সাধারন সম্পাদক আফজল হোসাইন, সহ সভাপতি সেবুল আহমদ, সহ সাধারন সম্পাদক মো: ইব্রাহিম,  আলী আহমদ, মুমিন আহমদ, আল আমিন, রাজু আহমদ, আরিফ আহমদ, আব্দুল্লাহ আল নোমান, মাহিন আহমদ, আল আমিন, ফয়েজ আহমদ, আখলাক হোসেন, আবিদ হোসেন  প্রমুখ। দিনব্যাপী এ স্বাস্থ্যসেবায় প্রায় তিন শতাধিক বন্যার্ত অসহায় রোগীদের মাঝে বিনামূল্যে স্বাস্থ্য সেবা ও ঔষধ  বিতরণ করা হয়। সভায় বক্তারা বলেন, ইউনানী ঔষধ প্রাকৃতিক উৎস থেকেপ্রস্তুত  করা হয়। বন্যা পরবর্তী রোগবালাইকে প্রাকৃতিক ভাবে মোকাবিলা করতে ইউনানী ঔষধের গুরুত্ব অপরিসীম।  এ মহৎ উদ্যোগ নিয়ে মানবিক এ কাজ করার জন্য আশরাফুল ল্যাবরেটরীজের কাছে আমরা কৃতজ্ঞ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *