উপ-মহাদেশের প্রখ্যাত অর্থনীতিবিদ,বাংলাদেশ সরকারের সাবেক সফল অর্থমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য, ভাষা সৈনিক আবুল মাল আবদুল মুহিতের ১ম মৃত্যুবার্ষিকী আগামী ৩০ এপ্রিল (রবিবার)।
প্রয়াত আবুল মাল আবদুল মুহিতের মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবলীগের উদ্যাগে এক স্মরণ সভার আয়োজন করা হয়েছে।
সিলেট জেলা পরিষদ মিলনায়তনে আগামী রবিবার বিকাল ৩টায় অনুষ্ঠিতব্য স্মরণ সভায় জেলা যুবলীগের সকল নেতাকর্মীকে যথা সময়ে উপস্থিত থাকার জন্য আহবান জানিয়েছেন সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপি ও সাধারণ সম্পাদক মোঃ শামীম আহমদ।
শেয়ার করুন