সিলেট অঞ্চলের জন্য আবহাওয়া পরিস্থিতির নতুন তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অফিস। তারা বলছে, এ অঞ্চলের ওপর দিয়ে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
আজ বৃহস্পতিবার সকালে এমন তথ্য জানান বাংলাদেশ আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক তিনি আরও জানান, সিলেট অঞ্চলসহ দেশের ৯টি জেলার ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে সতর্ক সংকেত দেওয়া হয়েছে।
অন্যান্য এলাকাগুলো হলো ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার।
শেয়ার করুন