সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলার কৃতী সন্তান মোহাম্মদ আলী দুলাল,সিলেট জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী আমজদ ও সাধারণ সম্পাদক হাজী আপ্তাব আলী কালা মিয়া।
মোহাম্মদ আলী দুলাল সিলেট জেলা আওয়ামীলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন, সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান ওমরাহ পালনের জন্য দেশের বাহিরে অবস্থান করায় তাকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়।
কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক অখিল বিশ্বাস বলেন,কোম্পানীগঞ্জ উপজেলার কৃতী সন্তান মোহাম্মদ আলী দুলাল ভাই সিলেট জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় আমরা আনন্দিত,তিনি ক্লিন ইমেজের একজন নেতা,ছাত্রলীগের রাজনীতি থেকে আওয়ামীলীগের রাজনীতি অত্যন্ত সততার সাথে করে এসেছেন।কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের পক্ষ থেকে উনাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি।
শেয়ার করুন