গাজীপুর মহানগরীর পূবাইল ও টঙ্গী রেল স্টেশনের মাঝামাঝি কালুটিয়া এলাকায় ঢাকাগামী এগারসিন্দুর প্রভাতী এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে মাঝপথে দাঁড়িয়ে আছে ট্রেনটি।
এ কারণে রাজধানীর সঙ্গে সিলেট ও চট্টগ্রাম ট্রেন রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
টঙ্গী রেলওয়ে স্টেশনের কর্মকর্তা রাকিবুর রহমান জানান, বৃহস্পতিবার কিশোরগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে এগারসিন্দুর প্রভাতী এক্সপ্রেস। ট্রেনটি গাজীপুরের পুবাইলের কালুটিয়া এলাকায় পৌঁছালে ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে ঢাকার সঙ্গে সিলেট ও চট্টগ্রাম ট্রেন-যোগাযোগ বন্ধ রয়েছে।
তিনি জানান, ঘটনার পরপরই বিকল্প ইঞ্জিন টঙ্গী স্টেশন থেকে পাঠানো হয়েছে। কিছুক্ষণের মধ্যেই বিকল হওয়া ইঞ্জিনসহ ট্রেনটি টঙ্গী স্টেশনে আনা হবে। এরপর ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের ট্রেন-যোগাযোগ চালু হবে।
শেয়ার করুন