সিলেট পশ্চিম সদরে ‘আল বারাকাহ সমাজ কল্যাণ সংস্হা’র পক্ষ থেকে কৃতি শিক্ষার্থী ও প্রবাসী সংবর্ধিত

সিলেট

ফারুক আহমদ
স্টাফ রিপোর্টার

সিলেটের পশ্চিম সদর উপজেলার লালার গাঁও’য়ে ‘আল বারাকাহ সমাজ কল্যাণ সংস্হা’র পক্ষ থেকে দাখিল/এসএসসি উত্তীর্ণ কৃতি শিক্ষার্থী, হিফজ সম্পন্নকারী হাফেজ ও প্রবাসীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।


শনিবার (২১ জানুয়ারী) সকালে পশ্চিম সদর উপজেলার লালার গাঁও হাবিবিয়া হাফিজিয়া দাখিল মাদরাসার কনফারেন্স হলরুমে ওই সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ সেবক ও চিকিৎসক ডাঃ খলিলুর রহমান।

সংস্হার সভাপতি জাহিদ আহসান রাসেল এর সভাপতিত্বে অনুষ্টিত সভায় সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী দৌলত খাঁন বাবুল, যুক্তরাস্ট্র প্রবাসী ডক্টর আলমগীর হোসাইন, যুক্তরাজ্য প্রবাসী জিয়াউর রহমান জুমন।
বক্তারা বড় গ্রেড বা ডিগ্রি অর্জনের চাইতে প্রকৃত মানুষ হিসাবে গড়ে উঠার প্রতি গুরুত্ব দিয়ে শিক্ষার্থীদের নৈতিক, আদর্শ এ চরিত্রবান মানুষ হিসাবে তৈরী হবার গুরুত্ব প্রদান করেন। এবং ‘আল বারাকাহ সমাজ কল্যাণ সংস্হা’র সফলতা কামনা করে এর সাথে সংস্লিষ্ট সবার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে ৫০ হাজার টাকা অনুদান প্রদানের আশ্বস্ত করেন যুক্তরাজ্য প্রবাসী দৌলত খাঁন বাবুল।

সংস্হার সহ সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মারওয়ান এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংস্হার উপদেষ্টা সাহাব উদ্দিন, লালার গাঁও হাবিবিয়া হাফিজিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা ফারুক আহমদ, আমির আলী বিল্ডার্স এর সত্তাধিকারী মো. আমির আলী, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী আংগুর আলম, তরুন সমাজসেবক আবদাল হোসাইন নাহিদ।
সংস্হার কার্যবিবরনী পেশ করেন সভাপতি জাহিদ আহসান রাসেল।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন সংস্হার অর্থ সম্পাদক মুস্তাক আহমদ, ইসলামী সঙ্গীত পরিবেশন করেন প্রচার সম্পাদক হাফিজ এনামুল হক এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন সহ-সভাপতি মুজিবুর রহমান।

এসময় উপস্হিত ছিলেন তরুন সমাজসেবক আফজল হোসেন, ওমান প্রবাসী শাহিন আহমদ রাফি, বিশিষ্ট সাংবাদিক আমির হোসেন সাগর, সংস্হার সিনিয়র সহ-সভাপতি খায়রুল আলম, সাধারণ সম্পাদক আকিল আহমদ, সাংগঠনিক সম্পাদক হাফিজ শাহেদ আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক হাফিজ আমজাদ হোসেন, অর্থ সম্পাদক হাফিজ মোস্তাক আহমদ, প্রচার সম্পাদক হাফিজ এনামুল হক, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক এহসানুল ইসলাম জুবের, ধর্ম বিষয়ক সম্পাদক বিলাল উদ্দিন, দফতর সম্পাদক হাফিজ এমদাদুর রহমান, ক্রীড়া বিষয়ক সম্পাদক নাইম আহমদ, সদস্য ডাঃ মাসুদ আহমদ, রায়হান আহমদ, নাজমুল হাসান, সাদিকুর রহমান, আব্দুল্লাহ অনিক, নূর আহমদ, রেজাউল করিম উমর, ইব্রাহীম আলী জুনেদ প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *