সিলেট মহানগর জামায়াতের উলামা শাখার ইফতার

সিলেট

জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরীর আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, কুরআনের সঠিক ও সুস্পষ্ট ব্যাখ্যা তুলে ধরতে হবে। দিকভ্রান্ত জাতিকে হেদায়াতের আলোয় আলোকিত করতে উলামায়ে কেরামের যুগোপযোগী ভূমিকার বিকল্প নেই। রামাদ্বানের শিক্ষা, সিয়াম সাধনার গুরুত্ব, তাক্বওয়া ভিত্তিক জীবন গঠন এবং কুরআনের অনুশাসন প্রতিষ্ঠায় মুসলমানদের উদ্বুদ্ধ করা প্রয়োজন।

তিনি বুধবার নগরীর বন্দরবাজারস্থ কার্যালয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট মহানগরীর উলামা শাখা আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। উলামা শাখার আমীর ড. মাওলানা এ এইচ এম সোলায়মানের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ারের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি জাহেদুর রহমান চৌধুরী ও মাওলানা ইসলাম উদ্দীন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন- উলামা শাখার নায়েবে আমীর মাওলানা ফখরুল ইসলাম, সহকারী সেক্রেটারি হাফিজ মাওলানা মাহবুবুর রহমান, মুহাদ্দিস মাওলানা হাবীবুল্লাহ, থানা কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুশ শহীদ, মাওলানা খলীলুর রহমান, মাওলানা মাহবুবুর রহমান সিদ্দিকী, মাওলানা আসাদুর রহমান, ওয়ার্ড সভাপতি হাফিজ মাওলানা জিল্লুর রহমান, হাফিজ মাওলানা মুখলিসুর রহমান, মাওলানা মুজিবুর রহমান ও হাফিজ আব্দুল আহাদ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা বিষয়টি মানুষের কর্ণকুহরে বেশী বেশী পৌঁছে দিতে হবে। দ্বীন প্রতিষ্ঠার গুরুত্ব বুঝাতে হবে। মানুষের কল্যাণে যথাযথ পদক্ষেপ নিতে হবে। দেশের প্রতিটি মিম্বর থেকে সত্য ও সুন্দরের আলো সর্বত্র ছড়িয়ে দেয়ার চেষ্টা করা অপরিহার্য।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *