সিলেট মহানগর মসজিদ মিশনের ইফতার মাহফিল

সিলেট

বাংলাদেশ মসজিদ মিশন সিলেট মহানগর উপদেষ্টা ও আনজুমানে খেদমতে কুরআন সিলেটের সেক্রেটারী হাফিজ মাওলানা মিফতাহুদ্দীন আহমদ বলেছেন, মানবতার মুক্তিসনদ মহাগ্রন্থ আল কুরআন নাযিলের মাস হওয়ায় মাহে রমজানের গুরুত্ব অনেক বেশী। রমজান হচ্ছে মুসলিম উম্মাহর আত্মশুদ্ধি অর্জনের মাস, প্রশিক্ষণের মাস।

পবিত্র রমজান মাসে ধর্মপ্রাণ মুসল্লীদের জন্য সহীহ কুরআন শিক্ষায় আলেম উলামাদের অগ্রনী ভুমিকা পালন করতে হবে। রমজানে বেশী বেশী নফল ইবাদতের পাশাপাশি জনকল্যাণমূলক কাজে এগিয়ে আসতে হবে, অসহায় মানুষের পাশে সাধ্যমত দাঁড়াতে হবে।

তিনি রোববার মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ মসজিদ মিশন সিলেট মহানগর আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। মসজিদ মিশনের সিলেট মহানগর সভাপতি মাওলানা অলিউর রহমান সিরাজীর সভাপতিত্বে, সেক্রেটারী হাফিজ মাওলানা মাহবুবুর রহমান জালালাবাদীর পরিচালনায় অনুষ্ঠিত মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ মসজিদ মিশন সিলেট মহানগর উপদেষ্টা ড. মাওলানা এ. এইচ এম সোলায়মান ও বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা সাদিকুর রহমান। ইফতার মাহফিলে মসজিদ মিশনের সদস্য ছাড়াও আলেম উলামাগণ অংশ নেন। বিজ্ঞপ্তি

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *