সিলেট-৩ আসন:হাবিবের সাথে ভোটে থাকছেন দুলালও

সিলেট

সিলেট-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের (বি.এম.এ) মহাসচিব ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল।

আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপ-কমিটির সদস্য দুলাল এ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন। তবে দল থেকে বর্তমান এমপি হাবিবুর রহমান হাবিবকে মনোনয়ন দেয়া হয়।দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন। মঙ্গলবার নির্বাচন কমিশন থেকে মনোনয়ন পত্রও সংগ্রহ করেন তিনি।

মঙ্গলবার (২৮ নভেম্বর) বিকালে নিজেই এ তথ্য জানান দুলাল।তিনি বলেন- মনোনয়নপত্র সংগ্রহ করেছি। কাল অথবা পরশু জমা দিবো।
এ আসনে জাতীয় পার্টি থেকে মনোনয়ন দেয়া হয়েছে দলটির প্রেসিডিয়াম সদস্য আতিকুর রহমান আতিককে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *