সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার গোলকপুরের মান্নানঘাট এলাকায় একটি বালুবাহী বাল্কহেড নৌকার ধাক্কায় নদীতে পড়ে নিখোঁজ অপর নৌকার তিনজনের মধ্যে দুইজনের মরদেহ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
শুক্রবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে নিখোঁজ তুলা মিয়া ও হেলালের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল!
এর আগে গতকাল বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন কামাল মিয়া নামের একজন। তাকে উদ্ধারের চেষ্টা চলছে।
জামালগঞ্জ থানার পুলিশ জানিয়েছে, উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় বালুবাহী বাল্কহেড নৌকায় থাকা ৪ জনকে আটক করেছে পুলিশ।
জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোহাম্মদ আবদুল নাসের জানান, এখন পর্যন্ত দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে যার যার পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।
শেয়ার করুন