সুনামগঞ্জে ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি কম

সুনামগঞ্জ

ইলেক্ট্রনিক ভোট মেশিন ইভিএম এর মাধ্যমে ভোটগ্রহণ চলছে সুনামগঞ্জের প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর উপজেলার পরিষদ নির্বাচনে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত উপজেলার ৮৯ টি কেন্দ্রে সুষ্ঠুভাবে ভোট গ্রহণ চললেও সংশ্লিষ্ট ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি কম। দুপুর পেরিয়ে গেলেও ভোটকেন্দ্রে ভোটার আসছেন না। কেন্দ্রের নির্দিষ্ট ভোটের চেয়ে কাস্টিং হার অনেক কম। দুপুর ১২ টার পর উপজেলার একাধিক ভোট কেন্দ্রে ঘুরে ভোটারের উপস্থিতি পাওয়া যায়নি। ভোটার না থাকায় নির্বাচনী কাজে দায়িত্বে থাকা প্রিজাইডিং, পোলিং, পুলিশ আনছার নিরলস সময় পার করছেন। 

সাধারণ ভোটররা বলছেন ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণের ফলে ভোট পদ্ধতির সাথে পরিচত না থাকায় ভোটররা ভোট দিতে আসছেন না। তাছাড়া  সাধারণের মাঝ ভোট পদ্ধতির নেতিবাচক ধারণার ফলে ভোটররা ভোট দিতে আসছেন না।

উপজেলার স্বরুপ চন্দ্র উচ্চ বিদ্যালয়ে কেন্দ্রে সাড়ে তিন হাজার ভোটের মধ্যে দুপুর ১২ টা পর্যন্ত ভোট পড়েছে মাত্র ২০০। রসুলপুর জামিয়া ইসলামি দাখিল মাদ্রাসায় কেন্দ্রে ৩ হাজার ২০০ ভোটের মধ্য দুপুর ১ টা পর্যন্ত ভোট পড়েছে  ৩৫০টি।  চিলাউরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩ হাজার ৪০০ ভোটের মধ্যে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত ৬০০ ভোট কাস্ট হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট প্রিজাইডিং কর্মকর্তা। এদিকে গ্রামীণ ও দুর্গম এলাকার ভোট কেন্দ্রে ভোটের উপস্থিতির হার আরও খারাপ।

এই উপজেলা চেয়ারম্যান পদে প্রদ্বন্দিতা করছেন আওয়ামী লীগ, জমিয়ত, স্বতন্ত্র ও আওয়ামী বিদ্রোহীসহ ৫ প্রার্থী। এছাড়াও ভাইস চেয়ারম্যান পদে ৫ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন ৩ জন প্রার্থী। উপজেলায় ভোটরা রয়েছে ১ লাখ ৮৯ হাজার।

এদিকে সুষ্ঠভাবে ভোটগ্রহণ সম্পন্ন করতে ভোটকেন্দ্র বাড়তি নিরাপত্তা নেয়া হয়েছে। পুলিশ,আনছারসহ রযেছে তিন স্তরের নিরাপত্তা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *