ফরিদুল ইসলাম,
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি :
প্রজনন সহ সুন্দরবনের মৎস্য ও প্রানী সম্পদ রক্ষায় তিনমাসের নিষেধাজ্ঞা শেষে সুন্দরবনের ভিন্ন স্থানে তিনটি বাঘের দেখা মিলেছে। রবিবার ৩ সেপ্টেম্বর সকালে কটকা অভয়ারণ্য এলাকায় একটি বাঘ দেখতে পায় পর্যটকবাহী জাহাজের পর্যটকরা। একই দিন দুপুরে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের বনরক্ষীরা টহলরত অবস্থায় আলীবান্দা ট্যুরিজম কেন্দ্র সংলগ্ন নদীতে সাঁতাররত অবস্থায় রয়েল বেঙ্গল টাইগার দেখে ভিডিও ধারণ করে।
অন্যদিকে, ৪ সেপ্টেম্বর সোমবার দুপুরে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কচিখালী এলাকায় একটি বাঘ দেখতে পায় পর্যটক ও জেলেরা। যা পর্যটকদের সুন্দরবন ভ্রমনে বাড়তি আনন্দ দিয়েছে। শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) শেখ মাহাবুব হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) শেখ মাহবুব হাসান বলেন, টানা তিন মাসের নিষেধাজ্ঞা শেষে জেলে ও পর্যটকদের জন্য সুন্দরবন উন্মুক্ত পর বনরক্ষী, জেলে এবং পর্যটক প্রথম প্রবেশ এর সাথে সুন্দরবনের তিনটি স্থানে তিনটি বাঘ দেখছেন।
শরণখোলা প্রতিনিধি
০৪/০৯/২৩