স্টুডেন্ট ফোরাম মৌলভীবাজার সরকারি কলেজে প্রতিবাদ মিছিল

মৌলভীবাজার

ফিলিস্তিনি মজলুম মুসলমানদের উপর ইসরাইলি বর্বরোচিত হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৯অক্টোবর) সকাল সাড়ে ১০টায় স্টুডেন্ট ফোরাম মৌলভীবাজার সরকারি কলেজে আয়োজনে প্রশাসনিক ভবনের সামন থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে কলেজের প্রদান ফটকের সামনে সমাবেশে মিলিত হয়।

মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন মৌলভীবাজার সরকারি কলেজের ইংরেজি বিভাগের ছাত্র আব্দুল্লাহ-আল মামুন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র জায়েদ আহমদ, ডিগ্রি ৩য় বর্ষের ছাত্র শেখ মোয়াজ্জিম হোসেন জুয়েল, ডিগ্রি ২য় বর্ষের ছাত্র আশরাফ উদ্দিন প্রমুখ।

এসময় বক্তারা বলেন, ইসরাইল আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশ সংসদে নিন্দা প্রস্তাব পাশ করতে হবে। বাংলাদেশে ইসরাইল সংশ্লিষ্ট সকল পণ্য ও ব্র্যান্ডকে অবৈধ ঘোষণা করতে হবে। ইসরাইল ফিলিস্তিনে উপর নির্যাতন বন্ধ করতে হবে।

মিছিল ও সমাবেশে মৌলভীবাজার সরকারি কলেজে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *