স্টাফ রিপোর্টার:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের নৌকার মাঝি ও জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী বলেছেন, র্স্মাট বাংলাদেশ বিনির্মানের অগ্রযাত্রায় সামিল থেকে স্মার্ট এলাকা গড়তে নৌকার বিজয় সুনিশ্চিত করতে হবে। সিলেট-২ আসনের কাঙ্খিত উন্নয়নের জন্য ৭ জানুয়ারীর নির্বাচনে নৌকায় ভোট দিয়ে আপনারা আমাকে নির্বাচিত করেন আমি মৃত্যুর পূর্ব মুহুর্ত পর্যন্ত জীবনের শেষ রক্ত বিন্দু দিয়ে হলেও এলাকাবাসীর উন্নয়নে কাজ করে যাব। প্রবাসী বাঙালীদের উন্নয়নেও আমার ভূমিকা থাকবে। নৌকার বিজয়ে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নেতৃত্বে অব্যাহত থাকবেন উন্নয়ন কর্মকান্ড। আর কথা দিতে পারি আমার কারণে এলাকাবাসী কারও কাছে ছোট হতে হয়নি, ভবিষ্যৎ’তেও হবেন না।
তিনি সোমবার (১ জানুয়ারী) বিকেল থেকে রাত পর্যন্ত সিলেটের বিশ্বনাথ পৌরসভার ২নং ওয়ার্ডের রাজনগর গ্রামে, বিশ্বনাথ সদর ইউনিয়নের পশ্চিম শ্বাসরাম গ্রামে, লামাকাজী ইউনিয়নের লামাকাজী বাজারে, রামপাশা ইউনিয়নের বৈরাগী বাজার, আমতৈল বাজার এবং রোববার (৩১ ডিসেম্বর) পৌরসভার ২নং ওয়ার্ডের নতুন বাজার টিএনটি রোড়ে, ৩নং ওয়ার্ডের কারিকোনা গ্রামে, ৯নং ওয়ার্ডের ইলামেরগাঁও গ্রামে স্বাধীনতা ও উন্নয়নের ‘নৌকা’ প্রতীকের সমর্থনে অনুষ্ঠিত গণসংযোগ, উঠান বৈঠক ও পথসভাগুলোতে প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন।
অনুষ্ঠানগুলোতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাডভোকেট শাহ ফরিদ আহমদ, অ্যাডভোকেট শাহ মোশাহিদ আলী, কার্যনির্বাহী সদস্য এএইচএম ফিরুজ আলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহ আসাদুজ্জামান আসাদ, সাবেক সভাপতি হাজী মজম্মিল আলী, বর্তমান সাধারণ সম্পাদক ফারুক আহমদ, যুগ্ম সম্পাদক মকদ্দছ আলী, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট গিয়াস উদ্দিন আহমদ, সাবেক দপ্তর সম্পাদক সাজিদ আলী, বর্তমান ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আব্দুল মতিন, ধর্ম বিষয়ক সম্পাদক ফখর উদ্দিন মাস্টার, শিক্ষা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শামীম আহমদ, উপ-দপ্তর সম্পাদক নূরুল হক, কার্যনির্বাহী সদস্য আফরোজ বক্স খোকন, ডা. শাহনুর হোসাইন, শেখ আজাদ, আশিক আলী, এনামুল হক এনাম মেম্বার, কাউন্সিলর ফজর আলী, সাবেক সদস্য নোয়াব আলী, উপদেষ্টা মন্ডলীর সদস্য মাহবুব মিয়া, প্রবীন আওয়ামী লীগ নেতা মঞ্জুর আলী, পৌর আওয়ামী লীগের আহবায়ক আব্দুল জলিল জালাল, যুগ্ম আহবায়ক আলতাব হোসেন, মহব্বত আলী জাহান, সদস্য আব্দুল রোসন চেরাগ আলী, জাবেদ মিয়া, এমদাদ হোসেন নাঈম, উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রি কলেজের অধ্যক্ষ নেছার আহমদ, উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সুনীল কান্তি দে, যুক্তরাজ্য আওয়ামী লীগের সদস্য আলহাজ্ব মোহাম্মদ ইলিয়াস, বার্মিহাম আওয়ামী লীগের দপ্তর মোস্তাফিজুর রহমান সেলিম, যুক্তরাজ্য যুবলীগের সহ সভাপতি মোহাম্মদ আলী মজনু, শামসাদুর রহমান রাহিন, উপজেলা কৃষক লীগের সভাপতি সোরাব আলী, পৌর কৃষক লীগের আহবায়ক বিকাশ মালাকার, উপজেলা শ্রমিক লীগের সভাপতি হাজী আমির আলী, জেলা যুবলীগ নেতা অতুল দেব, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি বদরুল আলম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বদরুল আলম, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রফিক আলী, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, বিশ্বনাথ সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম রুকন, সংগঠক রাজা মিয়া, আরকুম আলী।
লামাকাজী বাজারে লামাকাজী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি পুলক ভট্টাচার্য্যরে সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অরবিন্দু পালের পরিচালনায়, প্রবাসী মনির আলীর উদ্যোগে বিশ্বনাথ সদর ইউনিয়নের পশ্চিম শ্বাসরাম গ্রামে এলাকার প্রবীন মুরব্বী শুকুর আলীর সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক ফয়জুল ইসলাম জয়ের পরিচালনায়, পৌরসভার ২নং ওয়ার্ডের রাজনগর গ্রামে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রহমত আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম বুলবুলের পরিচালনায়, নতুন বাজার টিএনটি রোড়ে উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগ নেতা জাকির হোসেন মামুনের পরিচালনায়, ৩নং ওয়ার্ডের কারিকোনা গ্রামে গ্রামের প্রবীন মুরব্বী মফিজুর রহমানের সভাপতিত্বে ও বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের ও পৌর আওয়ামী লীগের সদস্য আব্দুল হকের পরিচালনায়, ৯নং ওয়ার্ডের সভাপতি ইছহাক আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোশাহিদ আলী ও যুগ্ম সম্পাদক লিটন মিয়ার যৌথ পরিচালনায় অনুষ্ঠিত উঠান বৈঠক ও পথসভাগুলো এবং রামপাশা ইউনিয়নের বৈরাগী বাজার-আমতৈল বাজারে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম ও সাবেক চেয়ারম্যান আনোয়ার খানের নেতৃত্বে গণসংযোগ অনুষ্ঠিত হয়।
সভাগুলোতে বক্তব্য রাখেন মুরব্বী তজম্মুল আলী, আওয়ামী লীগ নেতা আমির আলী, শাহনুর আলী, আব্দুস ছালাম, আবুল কালাম ফনিক, আব্দুর রব, ফয়জুল ইসলাম সুমন, আরব শাহ, কৃষক লীগ নেতা হাবিব, শ্রমিক লীগ নেতা আমির হোসেন ছমির, যুবলীগ নেতা ফয়ছল আহমদ, মাহবুবুর রহমান, স্বেচ্ছাসেবক লীগ নেতা আসাদ মিয়া, ফয়ছল আহমদ, জহির উদ্দিন, এরশার্দ মিয়া, আকমল হোসেন, ছাত্রলীগ নেতা হাসান আল মামুন। এসময় অনুষ্ঠানগুলোতে আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
শেয়ার করুন