হত্যা মামলার অন্যতম আসামী পুলিন বিহারী চাকমা কারাগারে

জাতীয়

বিগত ২৪/০৫/২০২৩ ইং তারিখে তিনি মহামান্য সুপ্রিমকোর্ট হইতে বিচারপতি শেখ মো জাকির হোসেন এবং একেএম জহিরুল হক এর বেঞ্চ হইতে০৬ সপ্তাহের জামিন প্রাপ্ত হয়।পরবর্তীতে বিগত ২৬/০৬/২০২৩ ইং তারিখে তিনি রাঙামাটি

জেলা ও দায়রা জজ আদালতে জামিন চাইলে জজ কোর্ট তাকে জেল হাজতে প্রেরন করেন।
বরকল থানার মামলা নং ০৪,তারিখ ২৯/০৬/২০১৯ইং ধারা ১৮৬০ সালের পেনাল কোড এর ৩০২/৩৪।জিআর মামলা নং ২৫৮/১৯।

উক্ত মামলার মোট আসামী৪৭ জন।২০১৯ সালের একটি হত্যা মামলার আসামী ছিলেন এরা। উল্লেখ্য পুলিন বিহারী চাকমা জেএসএস এর সাবেক উচ্চ পদস্থ নেতৃত্বস্থানীয় ব্যাক্তি ছিলেন।পাশাপাশি বরকল প্রেসক্লাবের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *