হবিগনজের ২৫০শয্যা হাসপাতালে বিষাক্রান্ত মা ও শিশুর মর্মান্তিক মৃত্যু

হবিগঞ্জ

হবিগনজ জেলা প্রতিনিধিঃ

আজমিরীগঞ্জের পার্শ্ববর্তী গ্রামে মা ও শিশুর রহস্যজনক মৃত্যু হয়েছে। তবে এলাকাবাসী বলছেন, মা শিশুকে প্রথমে বিষপান করায় পরে নিজে বিষপান করে। এরকম একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে আজমিরীগঞ্জ উপজেলার পার্শ্ববর্তী মিঠামঈনের বায়েরচর গ্রামে।

মৃতরা হল, আইন উল্লার স্ত্রী তামান্না আক্তার (৩০) ও শিশু সাইফ উল্লা (৫)।

জানা যায়, গতকাল শনিবার বিকালে মা ও শিশুকে বিষাক্রান্ত অবস্থায় উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। তবে আশপাশের লোকজন ছাড়া ঘনিষ্ঠ কেউ না আসায় সন্দেহের সৃষ্টি হয়।

তবে স্থানীয়রা জানিয়েছেন, শুনেছি স্বামীর সাথে ঝগড়া করে তামান্না নিজে এবং শিশুকে বিষপান করায়। এদিকে সদর মডেল থানার অফিসার ইনচার্জ গোলাম মর্তুজা জানান, ময়নাতদন্ত রিপোর্ট ছাড়া এ মুহুর্তে কিছু বলা যাচ্ছে না। লাশ দুইটি সুরতহাল শেষে মর্গে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *