মো: রেজাউল ইসলাম শাফি, কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধিঃ
১১আগস্ট শুক্রবার বাদ মাগরিব স্থানীয় চৌধুরীবাজার জামে মসজিদের সামন হতে সাধারণ মুসলিম জনতার উদ্যোগে কুলাউড়া জাতীয় ইমাম সমিতির সভাপতি- মাওঃআবু আইয়ুব আনসারীর সভাপতিত্বে ও আব্দুল আজিজ শামীম এর পরিচালনায় এক প্রতিবাদ মিছিল এর আয়োজন করা হয়।
উক্ত প্রতিবাদ মিছিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী মাওঃ ফজলুল হক খান সাহেদ
উপস্থিত ছিলেন, কুলাউড়া উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদকঃআব্দুল্লাহ আল মনি
উপস্থিত ছিলেন, রাউৎগাঁও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদকঃরুবেল মাহমুদ চৌধুরী
উপস্থিত ছিলেন, কুলাউড়া উপজেলা যুব জনতা দলের সভাপতিঃএম কে হোসেন হিরো
ভবানীপুর সিপি দাখিল মাদ্রাসার সহ সুপার মাওঃ রাসেল আহমদ
রাউৎগাঁও ইউনিয়ন ছাত্র দলের সভাপতি:জমিস আহমদ,ছাত্রদলের সাধারণ সম্পাদকঃফয়েজ আহমদ,
রাউৎগাঁও ইউনিয়ন ছাত্রলীগের সভাপতিঃজাহিদ চৌধুরী ছাব্বীর,ছাত্রলীগের সাধারণ সম্পাদকঃসাকিল আহমদ অভি
আল-ইসলাহ ৩নং ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদকঃ হাফিজ বাতির মিয়া, আল-ইসলাহ ২নংওয়ার্ড শাখার যুগ্ন সাধারণ সম্পাদকঃদুলাল আহমদ
দি কুলাউড়া 24 এর প্রতিনিধি রেজাউল ইসলাম শাফি
কুলাউড়া বার্তা এর প্রতিনিধি, ইব্রাহিম আলী
কুলাউড়া উপজেলা তালামীযের সহ সাংগঠনিক সম্পাদক হাফিজ সারওয়ার হোসেন রাজু
সি বি স্পোর্টস এর প্রতিনিধি, এস এফ সুয়েব সহ স্থানীয় মুসলিম জনতা ও মসজিদের ইমাম মুয়াজ্জিন ও বিভিন্ন দলের নেতৃবৃন্দ উপস্থিত থেকে সুন্দর ও সফলভাবে প্রতিবাদ মিছিল ও পথসভা সম্পুর্ণ হয়।