১২ ঘণ্টায় সুরমা নদীর পানি ১৮ সেন্টিমিটার বৃদ্ধি

সিলেট

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জের সুরমা, কুশিয়ারা, ধোপাজানসহ সকল নদীর পানি বৃদ্ধি পেয়েছে। গত ১২ ঘণ্টায় সুরমা নদীর পানি ১৮ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে।

এ ছাড়াও সুরমা নদীর নবীনগর পয়েন্ট দিয়ে বিপৎসীমার মাত্র ২৮ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।

বৃহস্পতিবার (২২ জুন) পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রকৌশলী মামুন হাওলাদার জানান, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টা সুনামগঞ্জ সিলেট অঞ্চলে ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস থাকায় সুরমা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমা অতিক্রম করে নিম্নাঞ্চলে স্বল্প মেয়াদি বন্যা সৃষ্টি হতে পারে। বৃষ্টিপাত কমে গেলে দ্রুতই পানি নেমে যেতে পারে।

বন্যা মোকাবেলা সকল ধরনের প্রস্তুতির কথা জানিয়ে জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী বলেন, বন্যা মোকাবেলায় সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। নগদ ২৫ লাখ টাকা, ৬০০ টন জিয়ার চাল, ১০ হাজার প্যাকেট শুকনো খাবার মজুদ রাখাসহ আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখতে সংশ্লিষ্টদের উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *