স্বীকৃতি বিশ্বাস স্টাফ রিপোর্টারঃ
যশোর গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে আজ ভোরে বেনাপোল পোর্ট থানা এলাকা থেকে আট কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী মোঃ সোবহান(৩৪) ও মোঃ সলেমান(৪০)কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামিদ্বয় বেনাপোল পোর্ট থানার শাঁখারীপোতা বাগান পাড়ার মনু মিয়া ও মৃত সিরাজ খাঁর ছেলে।
ঘটনার বিবরণ অনুযায়ী গোয়েন্দা পুলিশের এসআই মোঃ সাদ্দাম হোসেন, এএসআই রঞ্জন কুমার বসু ও এএসআই মোঃ শফিউল ইসলাম সঙ্গীয় ফোর্সদের নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে আজ (৩০ অক্টোবর) ভোর সোয়া চারটায় বেনাপোল পোর্ট থানা এলাকায় অভিযান পরিচালনা করে আসামিদের বাড়ি থেকে গ্রেফতার করেন এবং গ্রেফতারকৃত আসামি সলেমানের শোয়ার ঘরে তল্লাশি করে আট কেজি গাঁজা উদ্ধার করেন।
এ সংক্রান্ত বিষয়ে এসআই সাদ্দাম হোসেন বলেন – সীমান্তবর্তী যশোর জেলাকে মাদকমুক্ত করার লক্ষ্যে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে এবং তারই ধারাবাহিকতায় আজকের এ অভিযান। পরিচালিত অভিযানে গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে তিনি বাদী হয়ে মাদকদ্রব্য চোরাচালান ও নিয়ন্ত্রণ আইনের আওতায় বেনাপোল পোর্ট থানায় একটি মামলা দায়ের করেছেন।