নার্সের বিরুদ্ধে রোগীকে চিকিৎসা তথা সেবা না দেয়ার অভিযোগ

হবিগঞ্জ

হবিগনজ প্রতিনিধিঃ 

চুনারুঘাট সদর সরকারি হাসপাতালে নার্স নাসিমা আক্তারের বিরুদ্ধে অসৎ আচরণ ও রোগীকে চিকিৎসা না দেয়ার অভিযোগ করেছেন এক ভুক্তভোগী।

অভিযোগের ভিত্তিতে জানা যায়, চুনারুঘাট ক্রস রোডের বাসিন্দা আব্দুল জাহির মিয়া গত ৩১ অক্টোবর আনুমানিক রাত ৩ ঘটিকায় তার অসুস্থ মাকে নিয়ে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে গেলে কর্তব্যরত জরুরি বিভাগের চিকিৎসক ব্যবস্থাপত্র দিয়ে হাসপাতালে ভর্তির জন্য বলেন। ভর্তি কাগজসহ হাসপাতালের দ্বিতীয় তলায় কর্তব্যরত নার্সের রুমে গেলে কর্তব্যরত নার্সের রুমটি বন্ধ পাওয়া যায়।

পরবর্তীতে জৈনক এক মহিলা ফোন করে কর্তব্যরত নার্সকে নিয়ে আসলে কর্তব্যরত নার্স নাসিমা অসুস্থ বৃদ্ধ রোগীর সাথে অসদাচরণ এবং তাকে চিকিৎসা দিতে অপারগতা প্রকাশ করেন। এমন কি দায়িত্বরত নার্স নাসিমা ঐ রোগীর সাথে রুঢ় আচরণ করতঃ হাসপাতলে রোগী থাকার মত কোন সিট নেই, কোন ঔষধ নেই, বলে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করে। এখানে ক্ষান্ত হননি নার্স নাসিমা, রোগীর সাথে যাওয়া ছেলের কাছ থেকে জোর করে স্বাক্ষর নিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে যাওয়ার নির্দেশ প্রদান করে।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা মোজাম্মেল হোসেনকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *