মৌলভীবাজার জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান

মৌলভীবাজার

। মুহাম্মদ আমির উদ্দিন কাশেম, জেলা প্রতিনিধি মৌলভীবাজার:- আজ (১৮ই ডিসেম্বর) জেলা পুলিশ মৌলভীবাজার কর্তৃক বাংলাদেশ পুলিশের গর্বিত সদস্য মৌলভীবাজারের কৃতি বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। সকাল ১১:০০ ঘটিকার সময় পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে উক্ত সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জেলা পুলিশের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধাদের ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং তাদেরকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অতিরিক্ত পুলিশ সুপার( ক্রাইম এন্ড অপস) জনাব সুদর্শন কুমার রায়।

সংবর্ধনা প্রাপ্তরা হলেন মৌলভীবাজারের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা জনাব সৈয়দ বজলুল করিম, এআইজি(অবঃ) বাংলাদেশ পুলিশ, বীর মুক্তিযোদ্ধা জনাব সুধেন্দ্র ভট্টাচার্য (পুলিশ পরিদর্শক(নিঃ)অবঃ), বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ সোলেমান খান( সশস্ত্র পুলিশ পরিদর্শক (অবঃ), বীর মুক্তিযোদ্ধা জনাব নিহার রঞ্জন নাথ(পুলিশ পরিদর্শক (অবঃ) নিরস্ত্র), বীর মুক্তিযোদ্ধা জনাব সত্যেন্দ্র কুমার দাশ (এস আই (অবঃ) নিরস্ত্র),বীর মুক্তিযোদ্ধা জনাব নাজিম উদ্দিন, জনাব আব্দুস সালাম, বীর মুক্তিযোদ্ধা জনাব মনিন্দ্র কুমার দে, বীর মুক্তিযোদ্ধা জনাব নীলমনি চন্দ্র পাল, বীর মুক্তিযোদ্ধা জনাব বলরাম কুমার বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা জনাব মোহাম্মদ রফিক উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ আব্দুল জব্বার, বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ আশরাফ আলী, বীর মুক্তিযোদ্ধা জনাব আবুল কালাম, বীর মুক্তিযোদ্ধা জনাব মখন রুদ্র পাল, বীর মুক্তিযোদ্ধা জনাব চুনী লাল দেবপ্রমূখ। সংবর্ধনা প্রাপ্ত পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে জনাব বজলুল করিম তার অনুভূতি প্রকাশ করতে গিয়ে মৌলভীবাজার জেলা পুলিশকে ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি বলেন বাংলাদেশের প্রতিটি জেলায় বীর মুক্তিযোদ্ধাদের এরূপ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করার মাধ্যমে পুলিশ পরিবারের সদস্যদের আমন্ত্রণ করা হলে বাংলাদেশের নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা বৃদ্ধি পাবে। মৌলভীবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোহসিন বলেন, পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করার মাধ্যমে বাংলাদেশ পুলিশের বর্তমান প্রজন্মের সদস্যরা মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হবে। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জনাব সুদর্শন কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) বলেন, বীর মুক্তিযোদ্ধাগণ জাতির শ্রেষ্ঠ সন্তান। মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশ পুলিশ তথা মুক্তিযোদ্ধাদের অবদান বাংলাদেশের জনগণ আজীবন শ্রদ্ধা ভরে স্মরণ করবে। তিনি মুক্তিযোদ্ধাদের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। এছাড়াও উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে জেলা পুলিশ মৌলভীবাজারের বিভিন্ন ইউনিটের পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *