কুলাউড়া সংসদীয় আসনের সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমদ বলেছেন, কুলাউড়ায় বন্যা পরিস্থিতির উন্নতির সাথে সাথে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের ব্যবস্থা নেয়া হবে। তিনি এবারের বন্যাকে স্মরণকালের বন্যা উল্লেখ করে বলেন, কুলাউড়া উপজেলা পরিষদ এলাকাসহ পৌরসভার একাংশ, ভুকশিমইল, ভাটেরা, বরমচাল, কাদিপুর, জয়চন্ডী ইউনিয়নে দীর্ঘসময়ের বন্যার পানিতে বহু ঘরবাড়ী ও রাস্তাঘাটের ব্যাপক ক্ষতি হয়েছে। বন্যার পানি কমার সাথে সাথে ক্ষয়ক্ষতির সঠিক পরিমান নিরুপন করে পুনর্বাসনের ব্যবস্থা নেয়া হবে। তবে বন্যা শুরুর পর থেকে সরকারি ও বেসরকারি এবং ব্যক্তিগত পর্যায়ে বন্যার্তদের পর্যাপ্ত পরিমাণে ত্রাণ ও খাবার সরবরাহ করা হয়েছে। তিনি কুলাউড়াকে স্থায়ীভাবে বন্যামুক্ত করার পরিকল্পনার উপর গুরুত্বারোপ করে তার অবস্থান থেকে ভুমিকা রাখবেন বলে আশ্বাস প্রদান করেন।
শনিবার রাতে কুলাউড়া শহরের এমপি অফিসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।সুলতান মনসুর আরও বলেন বিরোধীতা এখন ট্র্যাডিশন হয়ে দাঁড়িয়েছে। খারাপ কাজের সমালোচনার পাশাপাশি ভাল কাজেরও সমালোচনা করা হচ্ছে। এটা রাজনৈতিক শিষ্টাচার বহির্ভুত কাজ। তিনি বলেন, রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের কারণে দেশে যে প্রতিকুল অবস্থার সৃষ্টি হয়েছে তা মোকাবেলা করে পরিস্থিতির উন্নতি করতে হবে। সুলতান মনসুর সাংবাদিকদের কুলাউড়ার সঠিক বন্যার ও ক্ষতিগ্রস্ত মানুষের চিত্র গণমাধ্যমে তোলে ধরার আহবান জানিয়ে বলেন, এতে কুলাউড়াবাসী উপকৃত হবে। সংবাদ সম্মেলনে কুলাউড়ার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মীরা উপস্থিত ছিলেন।
তথ্যসূত্র, দৈনিক জালালাবাদ।
শেয়ার করুন