বহুলায় মক্তবে যাওয়ার পথে ৯ বছরের শিশু খুন

হবিগঞ্জ

হবিগনজ প্রতিনিধিঃ

হবিগঞ্জ শহরতলীর ছোট বহুলা গ্রামে মক্তবে আরবি পড়তে যাওয়ার পথে খুন হল তৃষা আক্তার নামে ৯ বছরের এক শিশু। নিহত শিশু তৃষা আক্তার ওই গ্রামের আব্দুস শহীদের কন্যা।

মঙ্গলবার সকালে ছোট বহুলা গ্রামে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। পরে মরদেহ ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।

স্থানীয়রা জানান, সাতসকালে মক্তবে আরবি পড়তে ঘর থেকে বের হয় তৃষা। এর কিছুক্ষণ পর বাড়ির পার্শ্ববর্তী মাঠে তার চিৎকার শুণতে পায় স্বজনসহ প্রতিবেশীরা। তাৎক্ষণিক স্বজনরা এগিয়ে গেলে তৃষাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। দ্রুত তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে হবিগঞ্জ সদর মডেল থানার (ওসি) গোলাম মর্তুজা জানান, শিশুটির মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। এবিষয়ে তার বাবার কাছ থেকে ঘটনার বিস্তারিত বিবরণ শোনে পুলিশ তদন্ত শুরু করেছে। তিনি বলেন, শোনা যাচ্ছে ওই শিশুর বাবার সঙ্গে স্থানীয় একটি পরিবারের বিরোধ আছে। তাদের সঙ্গে মামলা মোকদ্দমাও চলছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

এদিকে, ঘটনার পরপর তৃষা হত্যার ঘটনাস্থল পরিদর্শন করেছেন হবিগঞ্জের পুলিশ সুপার এস এম মুরাদ আলি। ঘটনার মূল রহস্য দ্রুত সময়ের মধ্যে উদঘাটন, আসামী গ্রেফতার ও মামলার যথাযথ তদন্তের লক্ষ্যে পুলিশ সুপার এস এম মুরাদ আলি পুলিশ পরিদর্শন করেন। এ সময় তিনি এলাকার লোকজন ও ভিকটিমের আত্মীয় স্বজনদের সাথে কথা বলেন। তিনি উক্ত ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত পূর্বক দ্রুত সময়ে জড়িতের গ্রেফতারসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *