রাসেল আহমদ,(গোলাপগঞ্জ প্রতিনিধি)
সব টুকু ভালোবাসা আর শ্রদ্ধা যেন বঙ্গবন্ধুর প্রতি, নীতি আদর্শে বঙ্গবন্ধুর এক পরিক্ষিত সৈনিক, উঝার করা উদার মন যেন সিলেট-৬ আসন গোলাপগঞ্জ বিয়ানীবাজারবাসীর প্রতি। লন্ডনে থাকলেও প্রতিবারই মানুষের দূর্যোগকালে ছুটে আসেন এ জনপদে। সারা বছরই যার অসহায় মানুষদের সহায়তা প্রদান ও বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসার বহিপ্রকাশই নেশা। গোলাপগঞ্জ বিয়ানীবাজারের উন্নয়নে প্রতিনিয়ত স্বপ্ল দেখেন যিনি, তিনি হলেন বহির্বিশ্বে বঙ্গবন্ধুর ভাসকর্য প্রতিষ্ঠাকারী, লন্ডন আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক, সিলেট-৬ আসনের আগামী দিনের নৌকার মনোনয়ন প্রত্যাশী আফছার খান সাদেক। কিছুদিন হল দেশে অবস্থান করছেন৷ গোলাপগঞ্জ বিয়ানীবাজারবাসীর পাশে বরাবরের মত ছুটে চলেছেন। আফছার খান সাদেক শীতার্ত মানুষের মধ্যে কম্বল ও শীতবস্ত্র বিতরন করছেন দেশে আসার পর থেকেই।
সর্বশেষ ২৭ জানুয়ারী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ধানমন্ডি ৩২ নম্বরের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন সিলেট ৬ গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের আওয়ামীলীগ এর মনোনয়ন প্রত্যাশী , বর্হিবিশ্বে লন্ডনে জাতির পিতার পিতার ভাস্কর্যের প্রতিষ্ঠিতা আফছার খান সাদেক । আগামী জাতীয় সংসদ নির্বাচনে মাঠে কাজ করছেন তিনি।
এক বিবৃতিতে আফছার খান সাদেক বলেন, জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নের লক্ষ্যে আগামীর সংসদ গঠন করবেন। আমি আমার নেত্রীর সিদ্ধান্তে অটল থাকব। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের লক্ষে কাজ করছি এবং কাজ করে যাবো। এসময় তিনি সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।
শেয়ার করুন