ফারুক আহমদ
স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের ছাতক উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, যুক্তরাজ্য প্রবাসী, দোলার বাজারস্হ কল্যাণপুর গ্রামের মো. নাজিম উদ্দিনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শুক্রবার (১০ ফেব্রুয়ারি) বিকাল ৪ টায় উপজেলার দোলার বাজারে ‘ডক্টর এন্ড কেমিস্ট এসোসিয়েশন’র সভাপতি ডাঃ আমিরুল ইসলাম ও ব্যবসায়ী সমিতির সভাপতি আরিফ আহমদ জমির এর যৌথ উদ্যোগে ওই সংবর্ধনা, চক্ষু ফ্রি শিবির ও খতনা অনুষ্টিত হয়।
এরপূর্বে দোলার বাজারস্হ্য জয়া মেডিকেল কম্পেক্স এর সার্বিক সহযোগিতার এলাকার দশ জন গরীব রোগীকে ফ্রি খতনা ও ঔষধ প্রদান করা হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন মদন মোহন কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ লেঃ কর্নেল এম আতাউর রহমান পীর,
এবং সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন ছাতক উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক যুক্তরাজ্য প্রবাসী দোলার বাজারস্হ কল্যাণপুর গ্রামের মো. নাজিম উদ্দিন।
দোলার বাজার ইসলামীয়া দাখিল মাদ্রাসার সাবেক সভাপতি বিশিষ্ট সালিশ ব্যাক্তিত্ব এম আলী আকবর এর সভাপতিত্বে ও এটিএম করেছ এর পরিচালনায়।
দোলার বাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সায়েস্তা মিয়া, আওয়ামী লীগ নেতা আশিক মিয়া, গিয়াস উদ্দিন, হাজী মোঃ আফতাব উদ্দিন।