কুলাউড়ায় ভূকশিমইলবাসীর ইফতার মাহফিল

মৌলভীবাজার

কুলাউড়া উপজেলার ভুকশিমইল ইউনিয়নবাসীর আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ এপ্রিল) বিকেলে শহরের ডাইনিং ডিলাইট পার্টি হলে ইফতারপূর্বে এক আলোচনাসভার আয়োজন করা হয়।

ভূকশিমইল স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ও অধ্যক্ষ মোহাম্মদ মাশুকের সভাপতিত্বে এবং এম এ গনি ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মো. মোতাহের হোসেনের পরিচালনায় আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের বিভাগীয় প্রধান ড. মোহাম্মদ তাজউদ্দিন।

বিশেষ অতিথি ছিলেন জুড়ী টি এন খানম সরকারি ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত  অধ্যক্ষ ফরহাদ আহমেদ, কুলাউড়া উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোহাম্মদ মামুনুর রহমান, পৌর বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এনামুল ইসলাম, রাবেয়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুস ছালাম, ভূকশিমইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফখর উদ্দিন, অবসরপ্রাপ্ত পোস্টমাস্টার মোজাম্মিল আহমদ, ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আতিকুর রহমান আখই, ভূকশিমইল ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মো. আব্দুর রফিক প্রমুখ।

অনুষ্ঠানে নাশিদ পরিবেশ করেন কুলাউড়ার জনপ্রিয় নাশিদ শিল্পী মাহবুব আহমেদ। দোয়া পরিচালনা করেন কুলাউড়া উপজেলা জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আহসান উদ্দিন এবং মিলাদ পরিচালনা করেন উত্তর বাজার জামে মসজিদের ইমাম ও খতিব  মাওলানা মো. মাহমুদুর রহমান ইমরান।

ইফতারে শতাধিক গণ্যমান্য ব্যক্তিবর্গরা অংশগ্রহণ করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *