মাধবপুরে মুয়াজ্জিন হত্যা মামলায় দুই ভাই কিশোরগঞ্জ থেকে গ্রেপ্তার

হবিগঞ্জ

হবিগঞ্জের মাধবপুরের রসুলপুর গ্রামে ঈদের দিন উচ্চ শব্দে সাউন্ড বক্সে গান বাজানোর ঘটনার প্রতিবাদ করায় মসজিদের মুয়াজ্জিন ইরফান আলীকে হত্যা মামলার পলাতক আসামি দুই সহোদরকে কিশোরগঞ্জ থেকে গ্রেপ্তার করে পুলিশ।

তারা হলেন একই গ্রামের সেলিম মিয়ার ছেলে জয়নাল মিয়া, তার ছোট ভাই শুভ।
মামলার তদন্তকারী কর্মকর্তা মাধবপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আতিকুর রহমান গোপনসূত্রে খবর পেয়ে একদল পুলিশসহ কিশোরগঞ্জ জেলার হোসেনপুর বাজারে একটি ফার্নিচারের দোকানে শুক্রবার সকালে অভিযান চালিয়ে মুয়াজ্জিন হত্যা মামলার অন্যতম আসামি দুই সহোদরকে গ্রেপ্তার করে।

উল্লেখ্য গত ২২ এপ্রিল ঈদুল ফিতরের দিন সকাল ১১ টার দিকে রসুলপুর গ্রামের সেলিম খার ছেলে জয়নাল মিয়া, মোনায়েম, দেলোয়ার হোসেন শুভ, ভ্যানগাড়িতে সাউন্ডবক্স রেখে উচ্চ স্বরে গান বাজাতে লাগলে স্থানীয় একটি মসজিদের মুয়াজ্জিন ইরফান আলী বাঁধা দেন। এ নিয়ে বিতণ্ডার জেরে ইরফান আলীর উপর হামলা চালায় প্রতিপক্ষ।গুরুতর আহত ইরফানকে হাসপাতালে নেওয়ার সময় পথিমধ্যে মৃত্যু হয় তার।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *