দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সিলেট মহানগর তাঁতী লীগের সহ সভাপতি আজহারুল ইসলাম মোমিনকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (১জুন) সিলেট মহানগর তাঁতী লীগের দপ্তর সম্পাদক রেজাউল হাসান শিপলু স্বাক্ষরিত প্যাডে এ নোটিশ দেন। চিঠিতে তার বিরুদ্ধে ওঠা অভিযোগের কারণ দর্শিয়ে আগামী সাত কার্য দিবসের মধ্যে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।
নোটিশে বলা হয়,আপনি নিশ্চয় অবগত আছেন যে, আমরা সিলেট সিটি করপোরেশনের নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী মো.আনোয়ারুজ্জামান চৌধুরী। কিন্তু আপনি (আজহার ইসলাম মোমিন) নির্দেশ অমান্য করে দলীয় মনোনীত প্রার্থীর বিরুদ্ধে প্রচার প্রচারণার অংশগ্রহণ করেছেন (যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেইক আইডি Azharul Islam) স্পষ্টতই। আপনার কর্মকান্ড সংগঠনের স্বার্থ, আদর্শ, শৃঙ্খলা তথা গঠনতন্ত্র ঘোষণাপত্রের পরিপন্থী।
এমতাবস্থায় সংগঠনের পরিপন্থী কর্মকান্ডের জন্য কেন আপনাকে সংগঠনের প্রাথমিক সদস্যপদ থেকে অব্যবহতি প্রদানসহ আপনার বিরুদ্ধে শান্তিমূলক সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবেনা- এই মর্ম আগামী ৭ কার্যদিবসের মধ্যে লিখিতভাবে আপনাকে দপ্তর সেল বরাবরে কারণ দর্শানোর জন্য নির্দেশ প্রদান করেছেন সিলেট মহানগর তাঁতী লীগের সভাপতি নোমান আহমদ ও সাধারণ সম্পাদক শেখ মো.আবুল হাসনাত বুলবুল।
শেয়ার করুন