জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে বিশ্বনাথে র‌্যালী-সভা ও মাছের পোনা অবমুক্ত

সিলেট

ফারুক আহমদ
স্টাফ রিপোর্টার

‘নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সিলেটের বিশ্বনাথে জাতীয় মৎস্য সপ্তাহের (২৪-৩০ জুলাই) উদ্বোধন করা হয়েছে। ‘জাতীয় মৎস্য সপ্তাহ’র উদ্বোধন উপলক্ষ্যে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে আলোচনা সভা, র‌্যালী, মৎস্যচাষিকে পুরস্কার বিতরণ ও মাছের পোনা অবমুক্তকরণ করা হয়।

মঙ্গলবার (২৫ জুলাই) সকালে প্রধান অতিথি হিসেবে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন সিলেট-২ আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মোকাব্বির খান।
উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভা ও মৎস্যচাষীকে পুরস্কার প্রদান করা হয়। র‌্যালীটি উপজেলা সড়ক প্রদক্ষিণ করেন। এরপর উপজেলা পরিষদের পুকুরে পোনা মাছ অবমুক্তকরণ করেন অতিথিবৃন্দ।

জাতীয় মৎস্য সপ্তাহের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় এমপি মোকাব্বির খান বলেন, আমরা মাছে-ভাতে বাঙালী। কিন্তু আগের তুলনায় এখন দেশিয় মাছ নেই বল্লেই চলে। হাট বাজারে বিদেশি মাছে ছয়লাব। তাই দেশে দেশিয় প্রজাতির মাছের উৎপাদন বাড়াতে খামারিসহ আমাদের সকলকে একযোগে কাজও করতে হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহানের সভাপতিত্বে ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা (অ.দা.) স্বপন কুমার ধর’র পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের উপদেষ্টা এস এম নুনু মিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা কনক চন্দ্র রায়, মৎসজীবী রফিক আহমদ।
সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন মৎস্য চাষী আশরাফ আলী ও গীতা পাঠ করেন উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তা নিরঞ্জন বৈদ্য বিপ্লব।

অনুষ্ঠানে সফল মৎস্য খামারি হিসেবে আশরাফ আলীকে ও সফল কর্মচারী হিসেবে জাহিদ নূরকে পুরস্কার প্রদান করা হয়।
এসময় অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *