ইসলামী আন্দোলন সিলেট মহানগরের মাসিক বৈঠক অনুষ্ঠিত

জাতীয়

ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর শাখার মাসিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ আগষ্ট) বিকাল ৩টায় বন্দর বাজারস্থ দলীয় কার্যালয়ে এ মাসিক বৈঠক অনুষ্টিতৃ হয়

ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সভাপতি মুফতি সাঈদ আহমদের সভাপতিত্বে ও সেক্রেটারী হাফিজ মাওলানা মাহমুদুল হাসান এর সঞ্চালনায় অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সহ-সভাপতি ডাঃ রিয়াজুল ইসলাম রিয়াজ, সহ-সভাপতি আলহাজ্ব হাফিজ মাওলানা আসআদ উদ্দীন, জয়েন্ট সেক্রেটারী হাফিজ মাওলানা আব্দুশ শহীদ, সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা মতিউর রহমান খান, প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম রনি, দপ্তর সম্পাদক জাবেদ আহমদ, অর্থ সম্পাদক জাকির হোসেন,   ছাত্র ও যুব বিষয় সম্পাদক হাফেজ কারী ইব্রাহিম আহমদ,  শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক প্রভাষক বুরহান উদ্দিন, কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক মোহাম্মদ সিদ্দিকুর রহমান, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মোহাম্মদ মাঈন উদ্দীন, সংখ্যালঘু বিষয়ক সম্পাদক হাফেজ মুহসিন আহমদ, স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক মনির হোসাইন, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আলহাজ আব্দুল বারী,  সহ-দপ্তর সম্পাদক মাওলানা ক্বারি মুহিবুর রহমান রনি, সহ-অর্থ সম্পাদক আব্দুল আহাদ, সদস্য মোঃ আব্দুল জাহের, আল আমিন হামজা, হাফিজ মাওলানা শরফ উদ্দিন খান প্রমুখ ।

মাসিক বৈঠকে বক্তরা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন নিরপেক্ষ সরকারের অধীনে হতে হবে। জাতীয় জীবনে এক সংকটপূর্ণ মুহূর্ত চলছে। বিশ্বাস-অবিশ্বাসের দোলাচল, আস্থার সংকট, রাজনৈতিক স্থিতিশীলতার অভাব, সন্ত্রাসবাদ, সহিংসতা বাংলাদেশের রাজনীতির সাধারণ চিত্রে পরিণত হয়েছে। দুর্নীতি, স্বজনপ্রীতি, প্রশাসনিক দলীয়করণ এবং ভোট ও ভাতের অধিকারের সংগ্রাম জনগণকে প্রতিনিয়ত করতে হচ্ছে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ একটি নির্বাচন হওয়ার জোর দাবি জানান। সভায় ইসলামী আন্দোলননের কেন্দ্রীয় নির্দেশনা বাস্তবায়নসহ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *