ফরিদুল ইসলাম (শরনখোলা) বাগেরহাট প্রতিনিধিঃ
শরণখোলা উপজেলার ১ নং ধানসাগর ইউনিয়নের দক্ষিণ বাদাল গ্রামের বাসিন্দা লাল মিয়া সরদার এর পুত্র দুলাল সরদার(২৫) কৃষি খেতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গেছেন। সকাল ৯ টা/১৫ মিনিটে তার বাসার সামনে এ ঘটনা ঘটে।
নিহত দুলাল সরদারের ফারিয়া নামের ৮ মাসের কন্যা শিশু রয়েছে।
তার বাড়ী শরণখোলা উপজেলার ১ নং ধানসাগর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের দক্ষিণ বাদলে। স্থানীয় সূত্রে জানা যায় আজ ৩১/০৮/২০২৩ তারিখ বৃহস্পতিবার সকাল ৮.৪৫ মিনিটে বৈদ্যুতিক মোটর দিয়ে কৃষি জমিতে সেচের ব্যবস্থা করার সময় অসতর্কতা বসত বৈদ্যুতিক শকে মোঃ দুলাল সরদার জমিতে অজ্ঞান হয়ে পড়ে যায়। ১০ মিনিট পর নিহত মোঃ দুলাল সরদারের পিতা মোঃ লাল মিয়া সরদার তাকে অজ্ঞান অবস্থায় দেখে চিৎকার করেন। লাইন বিচ্ছিন্ন করে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে।
শরণখোলা প্রতিনিধি
৩১/০৮/২৩