আঙ্গুরা মোহাম্মদপুর উন্নয়ন সংস্থার ত্রি-বার্ষিক কাউন্সিল ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

সিলেট
সিলেটের বিয়ানীবাজার উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গুরা মোহাম্মদপুর গ্রামের সেবামূলক সংগঠন ‘আঙ্গুরা মোহাম্মদপুর উন্নয়ন সংস্থা’র ত্রি-বার্ষিক কাউন্সিল ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
হাজী নজমুল ইসলাম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কফিল উদ্দিন এর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে মহাগ্রন্থ আল কুরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ আব্দুল ফাত্তাহ।
রবিবার (৩১ জুলাই) বিকাল সাড়ে ৪টায় স্থানীয় ফাঁড়ির বাজারে ত্রি-বার্ষিক কাউন্সিল ও সংবর্ধনা অনুষ্ঠানে
শুভেচ্ছা বক্তব্য রাখেন সাবেক মেম্বার রাজু আলম।
প্রধান অতিথির বক্তব্য এবং নতুন কমিটি ঘোষণা করেন-সিলেট জেলা পরিষদের সদস্য মো. নজরুল হোসেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন-৫নং কুড়ারবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তুতিউর রহমান তুতা।
সংবর্ধিত অতিথির বক্তব্যে সংস্থার উপদেষ্টা যুক্তরাজ্য প্রবাসী মাওলানা জসিম উদ্দিন বলেন, গ্রামের রাস্তাঘাটসহ শিক্ষার উন্নয়নে আমরা কাজ করে যাচ্ছি। কুশিয়ারা নদী তীরবর্তী আমাদের এই আঙ্গুরা মোহাম্মদপুর। নদী ভাঙ্গনে আজ প্রায় বিলীনের পথে। স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে পানি উন্নয়ন বোর্ডের কাছে এর বিহীত ব্যবস্থা নেয়ার দাবি জানানো হয়েছে। আমরা আঙ্গুরা মোহাম্মদপুর উন্নয়ন সংস্থার পক্ষ থেকে এর অর্ধেক ব্যয় বহন করব ইনশাআল্লাহ।
বিশেষ অতিথির বক্তব্যে স্থানীয় চেয়ারম্যান তুতিউর রহমান তুতা উন্নয়ন সংস্থাকে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সবধরণের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
উন্নয়ন সংস্থার পক্ষ থেকে প্রবাসীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানের অতিথিরা।
বক্তব্য রাখেন- হাজী দুলাল উদ্দীন (রায়হান), মাওলানা নাজির উদ্দিন, মাওলানা জসীম উদ্দীন, মাহবুবুর রহমান, আব্দুর রহিম, হোসেন আহমদ, নাজন কামাল, প্রমুখ।ল্ল
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন-সংস্থার সহ সাংগঠনিক সম্পাদক হোসেন আহমদ, আব্দুর রহিম, মাওলানা আব্দুর রহমান, সাংবাদিক মাওলানা আতিকুর রহমান নগরী, মাওলানা শাহেদ আহমদ।
অনুষ্ঠানে হাজী নজমুল ইসলামকে সভাপতি ও কফিল উদ্দিনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ৮১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন, সহ সভাপতি আব্দুল ওহাব, মাহবুবুর রহমান, জয়নাল আবেদীন, লেইছ উদ্দিন, নজমুদ্দিন, কয়ছর আহমদ। সহ সাধারণ সম্পাদক মাওলানা আজাদ আহমদ, মাওলানা মাহতাব উদ্দিন, মো. ওহিদ উদ্দিন।
সাংগঠনিক সম্পাদক রাজু আলম, সহ সাংগঠনিক সম্পাদক হুসেন আহমদ, আব্দুর রহিম, জুনেদ আহমদ।
কোষাধ্যক্ষ নাইছ উদ্দিন, সহ কোষাধ্যক্ষ মাখন মিয়া।
দপ্তর সম্পাদক আলিম উদ্দিন, সহ দপ্তর সম্পাদক সাজু আলম।
শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *