ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে ভারত।
শনিবার (১৪ অক্টোবর) গুজরাটের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টস জিতেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা।
এবারের বিশ্বকাপে দুদল তাদের নিজেদের আগের দুই ম্যাচ জিতেছে।
এখনও পর্যন্ত এক দিনের ক্রিকেটে ১৩৪ বার মুখোমুখি হয়েছে দুদল। ৭৩ বার জয় পেয়েছে পাকিস্তান। ভারতের জয় ৫৬ ম্যাচে। ফল আসেনি ৫ ম্যাচে।
বিশ্বকাপে সাতবারের মুখোমুখিতে অজেয় ভারত। পাকিস্তান তাদের একবারও হারাতে পারেনি।
আহমেদাবাদে প্রত্যাবর্তন হচ্ছে শুভমান গিলের। ডেঙ্গু থেকে সেড়ে উঠে একাদশে জায়গা করে নিয়েছেন তিনি। বাদ পড়েছেন ইশান কিশান। পাকিস্তান খেলছে একই একাদশ নিয়ে।
ভারত একাদশ:
রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শার্দূল ঠাকুর, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, জাসপ্রিত বুমরা।
পাকিস্তান একাদশ:
আবদুল্লাহ শফিক, ইমাম-উল-হক, বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, সৌদ শাকিল, ইফতিখার আহমেদ, শাদাব খান, মোহাম্মদ নাওয়াজ, শাহিন শাহ আফ্রিদি, হাসান আলি, হারিস রউফ।