ভোলায় পুলিশের গুলিতে নিহত ভোলা জেলা ছাত্রদলের বিপ্লবী সভাপতি নুরে আলমকে হত্যার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল করছে সিলেট জেলা ও মহানগর ছাত্রদর।
বৃহস্পতিবার (৪ আগষ্ট) বিকেলে বিক্ষোভ মিছিলটি কোর্ট পয়েন্ট থেকে শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনার গিয়ে শেষ হয়।
মিছিল পরবর্তী পথসভায় সিলেট জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমনের সভাপতিত্বে ও জেলার সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার, মহানগরের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসানের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন মহানগর ছাত্রদলের সভাপতি সুদিপ জ্যোতি এষ, মহানগরের সিনিয়র সহ-সভাপতি তোফায়েল আহমদ, জেলা ও মহানগরের সহ সভাপতি আব্দুল করীম জোনাক, জুবের আহমদ, সিহাব খান, এনামুল কবির চৌধুরী সুহেল, মিনার হোসেন লিটন, জহুরুল ইসলাম রাসেল, রেজাউল ইসলাম সুমন, কামরান আহমদসহ নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলমকে হত্যার মাধ্যমে সরকার ছাত্রদলের আন্দোলনকে দাবিয়ে রাখতে চায়। কিন্তু খুন গুমের ভয় দেখিয়ে ছাত্রদলের অগ্রগতি স্তব্দ করা যাবে না। শোককে শক্তিতে রুপান্তরিত করে ছাত্রদল অতীতের চেয়ে আরও ঐক্যবদ্ধ ও শক্তিশালী আন্দোলনের মাধ্যমে এই তাবেদার খুনি সরকারকে ক্ষমতাচ্যুত করতে হবে।
শেয়ার করুন