সিলেটে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক যুবকের (২৫) মৃত্যু হয়েছে। বুধবার (৬ ডিসেম্বর) সকাল ৭টায় এসএমপির মোগলাবাজার থানাধীন পারাইরচক ট্রাক টার্মিনালের বিপরীতে রেললাইনে এ ঘটনা ঘটে।
বিষয়টি সিলেট প্রতিদিনকে নিশ্চিত করেছেন সিলেট রেলওয়ে থানার (ওসি) শাফিউল ইসলাম পাটোয়ারী।
তিনি বলেন, বুধবার সকাল সাতটার দিকে কালনী এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু ঘটে। খবর পেয়ে রেলওয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে ওসমানী মেডেকেল কলেজ মর্গে প্রেরণ করেছে।
আনুমানিক ২৫ বছর বয়সী ওই যুবকের নাম-পরিচয় পাওয়া না গেলেও তা খোঁজে বের করতে পুলিশ চেষ্টা করছে বলেও জানান তিনি।
শেয়ার করুন