নতুন মন্ত্রিসভায় ঠাঁই হয়নি মান্নান-মোমেন-শাহাব উদ্দিনদের

সিলেট

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সরকারের যে নতুন মন্ত্রিসভা গঠিত হতে যাচ্ছে সেখানে ঠাঁই হয়নি সিলেটের ৪ মন্ত্রীর।

তারা হলেন, সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য বিদায়ী পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, সিলেট-১ আসনের সংসদ সদস্য বিদায়ী পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন, মৌলভীবাজার-১ আসনের সংসদ সদস্য বিদায়ী পরিবেশমন্ত্রী মো. শাহাব উদ্দিন ও সিলেট-৪ আসনের সংসদ সদস্য বিদায়ী প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।

সন্ধ্যায় সংবাদ ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মো. মাহবুব হোসেন জানান, যারা নতুন মন্ত্রিসভার দায়িত্ব পেয়েছেন তাদের শপথ গ্রহণের জন্য আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

তিনি জানান, মোট ৩৬ জনকে ফোন দেওয়া হয়েছে। এর মধ্যে ২৫ জনকে মন্ত্রী ও ১১ জনকে প্রতিমন্ত্রী হতে ফোন দেওয়া হয়েছে।

তবে এই তালিকায় নেই সিলেটের বিদায়ী চার মন্ত্রীর নাম।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *